মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মকর্তা -কর্মচারীরা ১দিনের বেতন ভাতা প্রদান করলেন ।
বগুড়ার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মকর্তা -কর্মচারীরা জাতীয় এই মহাদুর্যোগে অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাননীয় প্রধান মন্ত্রীর আহব্বানে সাড়া দিয়ে তারা তাদের একদিনের বেতন-ভাতা বাবদ (৪৭,৬২০/=) সাতচল্লিশ হাজার ছয় শত বিশ টাকা তাঁর ত্রাণ তহবিলে সহায়তা হিসেবে দিয়েছেন।
কলেজের অধ্যক্ষ আবু মোঃ সুফিয়ান বলেছেন-
পৃথিবীতে মানবসভ্যতা বিলুপ্তিকারী এমন মহামারি প্রাকৃতিক দুর্যোগ আসে। মানুষই এই বিপর্যয়ের সাথে যুদ্ধ করে জয়ী হয় বারংবার। পৃথিবীর সব যুদ্ধেই মানুষ প্রাণ হারায়। পিতামাতা হারায় স্নেহের সন্তান। সন্তান হারায় ঈশ্বরতুল্য পিতামাতা। স্বামী হারায় তার প্রিয়তমা স্ত্রী। স্ত্রী হারায় তার সুখ-দুঃখের সাথীকে। স্বজন হারায় তার প্রিয়জন। শিশু হারায় তার ভবিষ্যৎ। সুন্দর জীবন। দেশ হারায় মহাসম্পদ। জাতি হারায় সভ্যতা, সংস্কৃতি। কান্নার জলে হয় বঙ্গোপসাগর, হাহাকার, আত্মচিৎকারে সুনীলআকাশ হয় বিবর্ণ। তবুও মানুষ বিপর্যয় কাটিয়ে ওঠে। জয়ীহয় আবার উঠে দাঁড়ায়। সকল দুঃখ ভুলে মানবসভ্যতাকে আবার বিকশিত করে, দেখে বেঁচে থাকার নতুন স্বপ্ন। আমরাও আছি যে কোন পরিস্থিতির মোকাবেলায় সকলের পাশে একসাথে।
এদিকে বিপন্ন মানবতার পাশে দাড়োনোর জন্য কলেজের সুযোগ্য অধ্যক্ষ আবু মোঃ সুফিয়ানসহ সকল শিক্ষক কর্মচারীকে ধন্যবাদ জানিয়েছেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি , উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অত্র এলাকার সকল শ্রেণীপেশার মানুষ ।